দেব লাইব্রেরী - কলেজ স্ট্রীট, কলকাতা |
কথা ও কাহিনী - কলেজ স্ট্রীট, কলকাতা |
কথা ও কাহিনী দোকানের ভিতর - কলেজ স্ট্রীট |
ঈশ্বরের অস্তিত্ব নিয়ে তখন মনে যথারীতি সংশয় দেখা দিয়েছে - প্রথম যৌবনের রক্ত সব কিছুর পিছনেই যুক্তি খোঁজে, লজিক দেখতে চায়। এরকম ভাবেই একদিন সহসা এক অচেনা কবির লেখা কয়েকটা লাইন মনকে ভীষণ ভাবে নাড়া দিয়ে গেলো। তার পর থেকে ঈশ্বরের প্রতি সংশয় অনেকটাই কমে এসেছিলো। আজও মাঝে মাঝে, জীবনের অস্থির, অসহায় মুহূর্তগুলোতে, যখন আলো-আঁধারিতে পথ ঝাপসা হয়ে ওঠে, সেই অজানা কবির লাইন ক'টি মনে করি। মানুষের ক্ষমতা আজ বড়োই সীমাবদ্ধ - কি হয়তো চিরটাকাল তাইই ছিলো...
“নারকেল গাছের ঠিক ওপারেই রয়েছে অস্তগামী সূর্য্য,
কারণ পাতার আড়ালে ঢেকে আছে তার কিছুটা
হাঁটাপথে গেলেও ঠিক ধরা যাবে !
ঘর আঁধার করে চেয়ে থাকো - কিছু দেখতে পাবে না,
কিন্তু চোখ বন্ধ করে চেয়ে থাকো -
হাজার হাজার রঙের খেলা ফুটে উঠবে নিমেষে,
এ বিপুল রঙের জন্ম তোমার মনে - তাই
খোলা চোখে কখনো তাদের যাবে না আঁকা,
অথচ তোমাকে ঘিরেই বেঁচে আছে এরা
জানালা দিয়ে হাত বাড়ালেই পাহাড় ছোঁয়া যাবে
সত্যিকারের ছুঁতে গিয়ে টের পাবে, কষ্ট কিছু কম ছিলো না ।
ঈশ্বরের উপস্থিথিও বা অনেকটা সেই রকমই
কখনো কাছে, কখন দূরে -
বন্ধ চোখে একমনে, ধরা দেয় মনের কোণে ...”
No comments:
Post a Comment