বিষয়: অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ শেষ - সিরিজ জিতলো ভারত --- কোহলি ড্রেসিংরুম থেকে বেরুলেন সিডনির দর্শকদের সামনে।
আনন্দবাজার: মাইক হাতে মাঠের মাঝখানে যাওয়ার আগে শাস্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেলো কে. এল. রাহুলের। রাহুল কান্না চাপা কণ্ঠে জিজ্ঞেস করলেন, “আমি আরেকবার চান্স পাবো তো ?” শাস্ত্রী রাহুলের কানে কানে বললেন, “পৃথ্বী এলে স্লটটা কিন্তু ওকে ছেড়ে দিতে হবে।” মুহূর্তের জন্য থতোমতো খেয়ে গেলেন 5 টেস্ট সেঞ্চুরির মালিক। কান্না বন্ধের জন্যে শাস্ত্রী ঠোঁটে আঙুল চিপানো ইঙ্গিত দেখিয়ে দ্রুত ঢুকে গেলেন মাঠে। ঐতিহাসিক সিরিজ জয় বলে কথা – পুজারা-বুমরা-মায়াঙ্ক-রিশভ-ইশান্ত কারুরই চোখের জল যেন আজ বাঁধ মানছে না। বুক চিরে হঠাৎই বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। আজ যদি ধোনীটা পাশে থাকতো...
আজকাল: সেঞ্চুরি করে গেলেন পুজারা, সিরিজ জেতার কৃতিত্ব নিয়ে গেলেন কোহলি। শাস্ত্রী-আমলে আর কি-ই বা আশা করতে পারি আমরা ?
এই সময়: কোহলি কাপ তুলে জনতার করতালি গ্রহণ করলেন, মুখ তুলে একবার তাকালেন প্যাভিলিয়নের দিকে। “এই তাকানোটা আমি কোনোদিনও ভুলবো না...” --- গাওস্কর চোখ মুছে বর্ডারকে বললেন।
এই বেলা: সম্মান জানাতে শিখলেন না টিম পাইন? বেরিয়ে এসে অভিনন্দন জানালেন না কোহলিকে? স্মিথ-জমানায় ভাবা যেতো এ'সব? গ্যালারীতে ইন্ডিয়ান ফ্ল্যাগ পৎপৎ করে উড়ছে - দর্শকেরা পাগলের মতো কাঁদছে, নেচে চলেছে - হাততালি দিচ্ছে ! অন্যদিকে টিম পাইন রিষভের দিকে মধ্যম আঙুল উঁচিয়ে এ কী অসভ্য ইঙ্গিত দেখাচ্ছেন !! ছিঃ ছিঃ ছিঃ - লজ্জা, লজ্জা !!
অজয় বসু (আহারে! যদি বাঁচতেন): আকাশের বুক চিরে একটা গাংচিল উড়ে যাচ্ছে আর যাচ্ছে, তার দিগন্তবিস্তৃত পাখা মেলে – – উড়ছে, আর উড়ছে, উড়েই চলেছে - কি দ্বিধাহীন, নির্ভীক তার উড়ন ভঙ্গী ---- এ কি !! কোহলি কাপ তুলে মাথায় ধরেছেন !!
অনিল ভৌমিক: ফ্রান্সিস কতক্ষণ ঘুমিয়ে ছিলো খেয়াল নেই। হঠাৎ খেয়াল হলো কে যেন ধাক্কা দিচ্ছে। “হ্যারি - ভারত সিরিজ জিতে গেছে !!” ওপাশ থেকে মারিয়া বলে উঠলো।
উপেন্দ্রকিশোর: তোমরা বল করতে পারো ? আমি একজন লোককে চিনতাম, সে সবরকমের বল করতে পারতো। যেই সে ইডেনে একটা উইকেট নিলো, অমনি সবার সে কি হাততালি !!
রবীন্দ্রনাথ: বিদেশে এসে সিরিজ জিতে আসা বড়ো বালাই। তাহাদের রানও করিতে হইবে, আবার তাড়াতাড়ি করিয়া প্রতিপক্ষকে আউট করিয়াও দিতে হইবে। এই দুইই করিতে পারে, এমন দল তো বড়ো একটা দেখি না !
শরদিন্দু: মা, শীগ্গিরি এসো, কোহলি কাপ তুলে তাতে তিনটে-পাঁচটা চুমু খাচ্ছে !
সুকুমার রায়: আবার সে এসেছে জিতিয়া।
আমরা: হাসি, নস্টালজিয়া, যাক, অনেকদিন পর বিদেশে একটা ভালো সিরিজ জেতা হলো, আরও নানারকম...
আনন্দবাজার: মাইক হাতে মাঠের মাঝখানে যাওয়ার আগে শাস্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেলো কে. এল. রাহুলের। রাহুল কান্না চাপা কণ্ঠে জিজ্ঞেস করলেন, “আমি আরেকবার চান্স পাবো তো ?” শাস্ত্রী রাহুলের কানে কানে বললেন, “পৃথ্বী এলে স্লটটা কিন্তু ওকে ছেড়ে দিতে হবে।” মুহূর্তের জন্য থতোমতো খেয়ে গেলেন 5 টেস্ট সেঞ্চুরির মালিক। কান্না বন্ধের জন্যে শাস্ত্রী ঠোঁটে আঙুল চিপানো ইঙ্গিত দেখিয়ে দ্রুত ঢুকে গেলেন মাঠে। ঐতিহাসিক সিরিজ জয় বলে কথা – পুজারা-বুমরা-মায়াঙ্ক-রিশভ-ইশান্ত কারুরই চোখের জল যেন আজ বাঁধ মানছে না। বুক চিরে হঠাৎই বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। আজ যদি ধোনীটা পাশে থাকতো...
আজকাল: সেঞ্চুরি করে গেলেন পুজারা, সিরিজ জেতার কৃতিত্ব নিয়ে গেলেন কোহলি। শাস্ত্রী-আমলে আর কি-ই বা আশা করতে পারি আমরা ?
এই সময়: কোহলি কাপ তুলে জনতার করতালি গ্রহণ করলেন, মুখ তুলে একবার তাকালেন প্যাভিলিয়নের দিকে। “এই তাকানোটা আমি কোনোদিনও ভুলবো না...” --- গাওস্কর চোখ মুছে বর্ডারকে বললেন।
এই বেলা: সম্মান জানাতে শিখলেন না টিম পাইন? বেরিয়ে এসে অভিনন্দন জানালেন না কোহলিকে? স্মিথ-জমানায় ভাবা যেতো এ'সব? গ্যালারীতে ইন্ডিয়ান ফ্ল্যাগ পৎপৎ করে উড়ছে - দর্শকেরা পাগলের মতো কাঁদছে, নেচে চলেছে - হাততালি দিচ্ছে ! অন্যদিকে টিম পাইন রিষভের দিকে মধ্যম আঙুল উঁচিয়ে এ কী অসভ্য ইঙ্গিত দেখাচ্ছেন !! ছিঃ ছিঃ ছিঃ - লজ্জা, লজ্জা !!
অজয় বসু (আহারে! যদি বাঁচতেন): আকাশের বুক চিরে একটা গাংচিল উড়ে যাচ্ছে আর যাচ্ছে, তার দিগন্তবিস্তৃত পাখা মেলে – – উড়ছে, আর উড়ছে, উড়েই চলেছে - কি দ্বিধাহীন, নির্ভীক তার উড়ন ভঙ্গী ---- এ কি !! কোহলি কাপ তুলে মাথায় ধরেছেন !!
অনিল ভৌমিক: ফ্রান্সিস কতক্ষণ ঘুমিয়ে ছিলো খেয়াল নেই। হঠাৎ খেয়াল হলো কে যেন ধাক্কা দিচ্ছে। “হ্যারি - ভারত সিরিজ জিতে গেছে !!” ওপাশ থেকে মারিয়া বলে উঠলো।
উপেন্দ্রকিশোর: তোমরা বল করতে পারো ? আমি একজন লোককে চিনতাম, সে সবরকমের বল করতে পারতো। যেই সে ইডেনে একটা উইকেট নিলো, অমনি সবার সে কি হাততালি !!
রবীন্দ্রনাথ: বিদেশে এসে সিরিজ জিতে আসা বড়ো বালাই। তাহাদের রানও করিতে হইবে, আবার তাড়াতাড়ি করিয়া প্রতিপক্ষকে আউট করিয়াও দিতে হইবে। এই দুইই করিতে পারে, এমন দল তো বড়ো একটা দেখি না !
শরদিন্দু: মা, শীগ্গিরি এসো, কোহলি কাপ তুলে তাতে তিনটে-পাঁচটা চুমু খাচ্ছে !
সুকুমার রায়: আবার সে এসেছে জিতিয়া।
আমরা: হাসি, নস্টালজিয়া, যাক, অনেকদিন পর বিদেশে একটা ভালো সিরিজ জেতা হলো, আরও নানারকম...
(কৃতজ্ঞতা স্বীকার: অভিষেকের ব্লগ (http://ovshake.blogspot.com))
No comments:
Post a Comment