কবি: সুজিত সরকার
ধ'রে রাখতে চাই, সব ধ'রে রাখতে চাই ।শান্ত দীঘি চিরদিন ধ'রে রাখে বুকের গভীরেনীলিম আকাশ ---আমার পৃথিবী আমি ওইভাবে সমস্ত জীবনধ'রে রাখতে চাই।দু:খ দিয়েছে যে নারী একদিন, তারহেমবর্ণ শরীরের আলোআমার কবিতার ডালপালা-পাতার ফাঁক দিয়েঝিলমিল করে যাক -- এই ইচ্ছে শুধু, আর কিছু নয়।এক আশ্চর্য সেতার অনিবার বেজে যায় মানুষের বুকে --কেউ কেউ জানে।আমি মানুষের কাছে আস্তে চাই, খুব কাছে,যাতে সেই সেতারের শব্দ শোনা যায়।
যারা আছে চারপাশে, যেন থাকে,বেঁচে আছি যতদিন।বুড়ো নিমগাছ কতকাল দাঁড়িয়ে রয়েছে বাড়ির উঠোনে।ঘুম ভেঙ্গে তাঁকে যেন রোজ দেখতে পাই।ধ'রে রাখতে চাই, সব কিছু ধ'রে রাখতে চাই ।