Tuesday, October 23, 2012

ছেলেবেলার দিনগুলো...

ছেলেবেলা দিগুলো...

                                                          
ভাবি বসে আবার যদি পেতাম হারানো সব দিন,
   ছোট হাসির, ছোট খুশির, ফেলে দেওয়া দিন -
  আজ বুকে করে তারে তুলে নিতাম...




ছেলেবেলার দিনগুলো একটু নয়, এখনকার থেকে বেশ অনেকটাই অন্যরকম ছিল। সে সময় না ছিলো কোনো আই-ফোন/আই-প্যাড, না ছিলো কোনো ভিডিও গেমস বা স্যাটেলাইট চ্যানেলের-র দৌরাত্ম। কিন্তু তাতে মনে হয় না কোনো কিছু মিস করেছি। আমাদেরকে ঘিরে থাকতো এক রাশ নি:স্বার্থপর মানুষের দল - যাঁরা কোনো কিছুর প্রত্যাশা না করেই আমাদের ছেলেবেলার প্রতিটি দিনকে ভরিয়ে তুলতেন হাসি-ঠাট্টা-গান-আনন্দ দিয়ে। আর ছিলো অসাধারন সুন্দর রাশি রাশি রল্পের বই, রূপকথা, পক্ষীরাজ, ভুত-প্রেত, ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী, ঠাকুরমার ঝুলি, আরব্য রজনী, দিগন্ত জোড়া মাঠ-গাছ-পালা। শীতের আকাশ ভরে যেতো ঘুড়ির ঝাঁকে। বিকেল হলেই ছেলেরা বল হাতে নেমে পড়তো মাঠে, ফিরতো সেই সন্ধ্যা গড়িয়ে গেলে। তখন না ছিলো কোনো IPL, না ছিলো 'মিরাক্কেল' তাই স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে এখনকার দিনের ছেলেমেয়েদের  তুলনায় আমরা হাজার কেন, কোটি গুন বেশি আনন্দে মানুষ হয়েছিলাম। স্মৃতির গোলকধাঁধার অন্ধকারে হারিয়ে যাবার আগে সেই পুরানো দিনগুলির কিছু কিছু ঘটনা এখানে ধরে রাখার চেষ্টা করেছি। হয়তো ভবিষ্যত প্রজন্মের কেউ কেউ এটা পড়ে সেই সব হারিয়ে যাওয়া  দিনগুলোর রোমাঞ্চ অনুভব করার চেষ্টা করবে।

আমাদের বাড়িটা ছিলো লম্বা 'L'-প্যাটার্নের, বেশ বড় দখিন মুখ খোলা এক বাড়ি। বাড়ির মধ্যে বিশাল একটা উঠান ছিলো, যার মাঝখানে পদ্মফুল আঁকা মোজাইক করা গোল মতো ছোট্ট একটা অংশ ছিলো। ওই জায়গাটা অমন কেন করা হয়েছিলো তার আসল কারণ জানা নেই। কিন্তু যতদুর মনে পরে ওটা ছিলো আমার পিসেমশাইয়ের বুদ্ধি। তিনি ছিলেন পরম বৈষ্ণব ভক্ত। ঐ জায়গাটাতে 'সত্য নারায়ণ' পূজার সিন্নি দেবার জন্যে একটু আলাদা করে তৈরী করেছিলেন। যাই হোক, আমরা ওটাকে সেন্টার করে নানান খেলা খেলতাম - কানা-মাছি, ছু-কিতকিত, এক্কা-দোক্কা, কুমীর-ডাঙ্গা, রুমাল-চোর। কালীপূজার সময় ওখানেই তুবড়ি, চরকি বা রকেট বাজি রেখে আগুন দেওয়া হতো। বিভিন্ন পূজা অনুষ্ঠানে ওই জায়গাটা কে আল্পনা দিয়ে সাজানো হতো। বিয়ের সময় নতুন বউ এসে ওখানে দাঁড়াতো আর বাড়ির মেয়েরা তাকে বরণ করা শুরু করতো।


জোস্না রাতে চাঁদের রূপালী আলোয় সারা উঠানটা ঝকমকে হয়ে থাকতো। লোডশেডিং-এর কালো হাত সেই আলোকে ঢাকতে পারতো না। উঠানের ধারে হয়ে থাকা লম্বা লম্বা ফুল গাছের ডালপালার ছায়ারা সেই আলোতে নানান রকমের শেপ-এর সৃষ্টি করতো। কখনো মনে হতো একটা বিশাল শিয়াল, বা দৈত্য বা ঝাঁকরা মাথা কোনো বিশাল লোক দাঁড়িয়ে আছে। অন্য দিকে একটা বিশাল কৃষ্ণচূড়া আর নিমগাছ ছিলো। ওই নিমগাছের কল্যাণে যে কতো কেটে যাওয়া ঘুড়ি ধরা পড়তো তার ঠিকানা নেই। প্রতি বছর বসন্ত কালের সেই ভয়ানক রোগের সময় দূর দুরান্ত থেকে কতো চেনা-অজানা লোকে এসে নিম গাছের ডাল-পাতা নিয়ে যেতো। এছাড়া নিমপাতা ভেজে খাওয়া বা বেটে গায়ে মাখা, নিম ডালের তৈরী দাঁতন দিয়ে দাঁত মাজা - এ সব তো ছিলোই। মনে আছে প্রতিবছর পয়লা বৈশাখের ভোরবেলাতে বাবা উঠানের মাঝখানে বেশ কিছু খড় জমা করে আগুন জ্বালিয়ে তার উপর শুকনো ঘাস-পাতা আর জল ঢেলে ধোঁয়ার সৃষ্টি করতেন। এটা ছিল পুরানো একটা বাঙালি  রিচুয়াল। অবশ্য জানিনা এ যুগের বাঙালিরা এর খবর জানে কি না। যাই হোক, ওই দিন আমাদের ঘুম থেকে তাড়াতাড়ি  উঠে সেই আগুন-ধোঁয়া জায়গাটা তিনবার প্রদক্ষিণ করে আড়াআড়ি ভাবে লাফ দিয়ে পার হতে হতো। আর মনে মনে বিগত বছরের জমে থাকা যাবতীয় অপকর্মের জন্যে ভগবানের কাছে ক্ষমা চেয়ে এবং নতুন বছরটা যাতে ভালোভাবে কাটে তার জন্যে প্রার্থনা করতে হতো। ঘুম থেকে অত ভোরবেলা উঠতে একটু খারাপ লাগতো ঠিকই, কিন্তু যখন দেখতাম বাড়ির বাকি সবাই অলরেডি উঠে গেছে তখন আর কিছুতেই শুয়ে থাকতে পারতাম না। বাড়ির বিড়াল টাকেও সঙ্গে নিয়ে প্রদক্ষিণের চেষ্টা করতাম। কিন্তু বিড়ালরা ধোঁয়া সহ্য করতে পারে না, তাই অগত্যা আমাকে একা একাই ঘুরতে হতো। মা-পিসিমারা এইদিন কাঁচা হলুদ আর নিম পাতা শিলনোড়াতে বেটে পেস্টের মতো করে রাখতেন। সেটা দিয়ে গুরুজনেদের পায়ে স্পর্শ করে প্রণাম করতে হতো। এরপর সর্ষের তেল দিয়ে সেই বাটা সারা গায়ে-মুখে-পিঠে ভালো করে মেখে, কিছুক্ষন অপেক্ষা করে তারপর স্নান করতে হতো। ত্বকের যাবতীয় রোগ সরিয়ে দিতো এই বাটা - অসাধারণ ছিলো তার ভেষজ গুণ। 


আমাদের বাড়িতে সেই সময় দুটো  সাদা গরু, একটা সাদা বিড়াল আর একটা কুকুর ছিলো। এই দিন গরুগুলোকেও স্নান করানো হতো। সে এক বিশাল ব্যপার। কুকুরটাকে ধরে পুকুরে ফেলে দেওয়া হতো - সে মহা আনন্দে সাঁতার কেটে পাড়ে চলে আসতো। কিন্তু বিড়ালটা জলের সাথে এ জাতীয় আহ্লাদ একদম পছন্দ করতো না। সে ধোঁয়াপর্ব শেষ হবার আগেই ভেগে পড়তো। বেলার দিকে বাড়িতে ফিরে আসলে ছোটদি তাকে ধরে জোর করে আলতা দিয়ে সাজিয়ে দিতো। সাদা ধপধপে বিড়ালের কান, কপাল আর থাবা চারখানা লাল আলতা দিয়ে লেপে দেবার পর তাকে অদ্ভুত দেখাতো - যেন একটা বনসাই বাঘ! এমন কি অন্য বিড়ালরাও তাকে এসময় এড়িয়ে এড়িয়ে চলতো। একটু বেলা হয়ে গেলেই শুরু হতো বাড়ির পুকুর থেকে জাল দিয়ে মাছ ধরা। বাবা জাল হাতে করে পুকুরের জলে নেমে পড়তেন, আর আমি বা বাড়ির কাজের ছেলেটা বালতি হাতে করে পাড়ের ধার দিয়ে ঘুরে ঘুরে জালে ওঠা মাছগুলোকে বালতির মধ্যে জমা করতাম। বাজার করতে যাওয়া লোকজনেরা মাঝে মাঝেই থমকে দাঁড়িয়ে পড়ে জিজ্ঞাসা করতো কি মাছ উঠেছে বা কটা মাছ উঠলো - এই সব! মাছের লোভে লোভে বিড়ালটাও এই সময় আমাদের থেকে একটু দুরত্ব রেখে রেখে ঘুরতো - যদি কোনো ভাবে একটা টাটকা মাছ পাওয়া যায়, আর কি! এই দিনের রান্নার আয়োজন একটু বড়সড় করেই করা হতো। দুপুর বেলায় সবাই মিলে যখন একসাথে খেতে বসতাম তখন মনে হত যেন ছোটখাটো একটা বিয়ে বাড়ি! সে মাছের স্বাদ তেমন হয়তো ছিলো না, রান্নাবান্নাও হয়তো হতো খুবই সাধারণ মানের, কিন্তু সেই একসাথে খেতে বসার মজা, আনন্দ আর আমেজ এখনকার দিনের নামী-দামী, ফাইভ ষ্টার রেস্তুরাঁর সেরা মেনুকেও হার মানায়। 


সেই নিম গাছকে একদিন কেটে ফেলা হলো। আমি তখন এত ছোটো যে আমার ঠিক মনেও নেই যে কি কারণে কাটা হয়েছিলো। তবে যতদুর মনে হয় নিমগাছের শিকড়গুলো ক্রমশ বেড়ে গিয়ে উঠানের পাঁচিলের ভিঁত নড়িয়ে দিচ্ছিলো, আর পাড়ার লোকেদেরও কমপ্লেন ছিলো যে ওই নিমগাছে নাকি ব্রম্ভদৈত্য আছে! আমি কিন্তু কোনদিন অশুভ কিছু দেখিনি বা ফিল করিনি। এখন মাঝে মাঝে মনে হয় যে সেই বিশাল নিমগাছকে অকালে কেটে ফেলে যে অন্যায় করা হয়েছিলো, তার ফল আমাদেরকেই নানান ভাবে পেতে হয়েছে, বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে। কিন্তু হারিয়ে যাওয়া সময়কে তো আর ফেরানো যায় না। মানুষ কত কিছু পারে - আবার কত সামান্য জিনিষও পারেনা। বৃথাই আমরা গর্ব করি আমাদেরকে  নিয়ে - নকল টেকনোলজির  মোহে পরে হাজার হাজার টাকা নষ্ট করে গ্যাজেট কিনে ঘর সাজাই দিনের পর দিন! 

ছোটবেলা থেকেই বিড়ালের প্রতি আমার একটা বিশেষ টান গড়ে উঠেছিলো  - কেন তা জানিনা। যদিও ভালো করেই জানতাম যে ডিপথেরিয়ার মতো মারাত্মক অসুখ বিড়ালের থেকেই হয়। আমাদের পরিবার ছিল বেশ বড়সড়, একান্নবর্তী। কিন্তু পরিবারের সকলেই কমবেশি বিড়াল পছন্দ করতো। একটাও বিড়াল নেই এরকম সময় আমার ছোটোবেলার জীবনে খুব কমই এসেছিলো। অদ্ভুত শোনালেও আমাদের বাড়ির সব কটা বিড়ালের নাম-ই ছিলো এক: 'মেনি' ! এমনও হয়েছে যে বিড়ালটা ছিলো এক হুলো বিড়াল, কিন্তু তাকেও ওই একই 'মেনি' নামে ডাকা হতো।

এই বিড়াল নিয়ে বেশ কিছু মজার ঘটনা মনে পড়ছে - যদিও মনে হয়না যে এই সব কটা ঘটনাতেই একই বিড়াল জড়িত ছিলো।

বিড়াল-১  
আগেই বলেছি আমদের একটা বেশ বড় পুকুর ছিলো। পুকুরের নামার মুখে বসার জন্যে সিমেন্টের বাঁধানো চারখানা সিট আর বেশ অনেক কটা ধাপ-ধাপ কাটা সিঁড়ি ছিলো। গ্রীষ্মকালে আমরা এই সীটগুলোতে এসে বসতাম। সারা দিনের দাবাদহের পরে বিকেলবেলার দিকে পুকুর থেকে আসা ঠান্ডা হওয়াতে মন প্রাণ জুড়িয়ে যেত। বাবা এই পুকুরে মাছের সীজনে নানান রকমের চারামাছ ফেলতেন - ট্যাংরা, কই, মৃগেল, রুই, বাটা, সিলভার কাপ, আরও কত কি। বাঁক কাঁধে করে জেলেরা এসে ভালো ভালো কথা বলে মাছ গছিয়ে দিয়ে যেতো, যার বেশির ভাগ-ই হতো খুব নিম্ন মানের। সাইজে খুব একটা বাড়তো না, আর স্বাদ-ও ছিল বেশিরভাগ সময়ে বাজারের কেনা মাছের থেকে অনেক খারাপ। হয়তো আমাদের পুকুরের মাটি বা জলেরও তেমন কোনো গুণ ছিল না। সে যাই হোক, এইসব চারা মাছেরা দল বেঁধে ঘুরে বেড়াতো। আমাদের পুকুরে ধাপ কাটা কাটা সিঁড়ির একদম শেষ সিঁড়িতে জলে ডুবিয়ে রাখা থাকতো এঁটো-কাঁটা হাঁড়ি কড়াই। সেই সব  হাঁড়ি কড়াইতে লেগে থাকা খাবারের লোভে মাছেরা দল বেঁধে সিঁড়ির কাছে এসে হানা দিতো। এমনও হয়েছে যে এক দিকে মানুষজন হাত পা ধুচ্ছে আর অন্য দিকে মাছের দল নিশ্চিন্তে খাবার খেয়ে যাচ্ছে। হয়তো বাচ্ছা মাছ বলেই মানুষের প্রতি অতটা ভয় তখনো তাদের জেগে ওঠেনি। 
সবাই জানে মাছের প্রতি আছে বিড়ালের চিরন্তন লোভ। আমাদের বিড়ালটাও মাছেদের এই বাড়াবাড়ি সাহস লক্ষ্য করেছিলো। এক বিকালবেলা সীটে বসে গল্প বই পড়ার জন্যে এসে দেখলাম যে বিড়ালটা সিঁড়ির একদম শেষ ধাপে মূর্তির মতো বসে একমনে জলের দিকে চেয়ে আছে। বুঝলাম যে সে ওখানে আসা মাছেদেরকে লক্ষ্য করছে। আমি কয়েক বার ডেকেও তার দৃষ্টি আকর্ষণ করতে পারলাম না। বেশ কিছুক্ষণ কেটে গেলো - আমি আমার হাতের গল্পের বইতে তখন মনোনিবেশ করে আছি। হঠা চমকে উঠলাম বড়সড় একটা ঝাপ্টাঝাপ্টির আওয়াজে। দেখি আমাদের বুদ্ধিমান বিড়াল জল থেকে দ্রুত উঠে আসছে - ভিজে একেবারে পাটিসাপটা!
বুঝলাম মাছ ধরার প্ল্যান করে উনি জলে ঝাঁপ মেরেছেন, কিন্তু মাছেরা যে ওনার থেকেও বেশি বুদ্ধিমান আর সুইফ্ট, সেটা ওনার ছোট্ট মাথায় আসেনি! অগত্যা যা হবার তাই হয়েছে। মাছের দল ধীরেসুস্থে পালিয়ে গেছেন আর উনি অসময়ে জলে ঝাঁপ মেরে বৃথাই নাকানী চুবানি খেয়ে, গোবর গনেশ হয়েছেন। কোনো মাছই ধরা পড়ে নি। সেই প্রথম আমার জীবনে দেখা কোনো বিড়ালের স্বেচ্ছায় জলে অবতরণ! এর পরে অবশ্য আর কোনদিনও তাকে এই একই ভুল করতে দেখিনি। 


বিড়াল-২ 
ছোটবেলার জীবনে দুঃখকষ্ট অনেক ছিলো, কিন্তু আনন্দের অভাব কখনোই অনুভব করিনি। আর্থিক অসচ্ছলতার কারণেই বেশিরভাগ দিন-ই আমাদের নিরামিষ পদ রান্না হতো। মাঝে মাঝে আমরা ছিপ দিয়ে পুকুর থেকে মাছ ধরার চেষ্টা করতাম। বেশিরভাগ সময়েই ছিপে কই কি বাচ্ছা রুই মাছ ধরা পড়তো। পুকুরের সিঁড়ির ধারে একটা জবা গাছ বেড়ে উঠেছিলো, যার ডালপালা বেশ অনেকটাই বড় হয়ে ছাতার কাজ করতো। একদিন আমি এই জবা গাছের নিচে ছিপ ফেলে বসে আছি। আমার কাছাকাছি আমাদের সাদা বিড়ালটাও চুপচাপ বসে আছে। হঠাত দেখি ছিপের ফাতনাটা ডুবে ডুবে যাচ্ছে। বুঝলাম মাছ এসে টোপ গিলেছে। উত্তেজনার বসে ছিপ ধরে মারলাম খুব জোরে এক টান। এতো জোরে টান মেরেছি যে মাছ সমেত ছিপের দড়ি প্রায় ১৮০ ডিগ্রী ঘুরে গিয়ে জড়ালো মাথার উপরে থাকা জবা গাছের ডালপালায়। আমার সাথে সাথে আমার পাশে বসা বিড়ালটাও মাছের এই শুন্য পথে উড়ান লক্ষ্য করেছিলো। আমরা দুজনেই তাড়াতাড়ি গাছের দিকে এগিয়ে গেলাম। মাছটা খুব একটা ছোট ছিলো না। ডালে ঝোলা মাছের ঝাপটানি দেখে বিড়ালটা লোভে অস্থির হয়ে উঠলো। আমি তাড়াতাড়ি করে জবা গাছের ডাল থেকে মাছ আর ছিপের দড়ি ছাড়িয়ে নিয়ে বাড়িতে চলে  এলাম মা'কে দেখাতে যে এই মাছটা কে ছেড়ে দেবো  কি না। বঁড়শীর বাঁকানো অংশটা  থেকে মাছের ঠোঁঠ ছাড়াতে বেশ বেগ পেতে হলো - কারণ মাছটা টোপটা  বেশ ভালো করেই গিলেছিলো। মা বললো  যে আর মাছ ধরতে হবে না - ওটাতেই সে রাতের রান্না হয়ে যাবে। সুতরাং আমি ছিপ গুছিয়ে রেখে দিলাম। তার বেশ কিছু পরে কি একটা কাজে আমি আবার পুকুরের দিকে গেলাম। অবাক হয়ে দেখলাম আমাদের বিড়ালটা তখনও সেই একই ভাবে জবা গাছের ডালের দিকে ঘাড় উঁচু করে এক দৃষ্টিতে চেয়ে বসে আছে!! আমি যে অনেক আগেই মাছটাকে নিয়ে চলে গেছি সেটা সে বুঝতেও পারেনি বা বিশ্বাস করে উঠতে পারেনি। সে তখনও ভেবে চলেছে যে মাছটা জবা গাছের কোনো ডাল পাতার আড়ালে লুকিয়ে ঝুলছে, আর কোনো এক সময়ে ঝুপ করে নিচে পড়ে যাবে! তখন তিনি সেটাকে ধরে খাবেন!!
অবশ্য প্রশ্ন উঠতেই পারে যে কে বেশি লোভী ছিলো সেই দিন - মানুষ না বিড়াল? তবে লোভ বা নৃশংসতা, এই দুয়ের কোনোটাতেই মানুষের কাছাকাছি কোনো জীব আছে, বা ছিলো কি এই পৃথিবীতে?


বিড়াল-৩  
আমাদের বাগানটা ছিল বেশ বড় - আম, পেয়ারা, কাঁঠাল, কুল, নারকেল, সুপারি, লিচু, জামরুল, গোলাপজাম, কলা গাছ , করমচা, চালতা, ফলসা, সবেদা, বাতাবি লেবু আরো হরেক রকম ফলের গাছে ভরা ছিল জায়গাটা। ফুলের গাছও  ছিল বেশ অনেক রকমের - হাস্নুহানা, কদম, বাসক, গোলাপ, দোপাটি, কাঞ্চন, অপরাজিতা, মাধবীলতা, বুগেন্ভলিয়া, জবা, রঙ্গন, শ্বেত পদ্ম, গন্ধরাজ...  এ ছাড়া ইউটিলিটি সব্জি, যেমন লাউ-কুমরো, লঙ্কা, পেঁপে, ডুমুর, পালং/পূঁই/কলমী শাক, ওল-কচু, বেগুন, ঢেঁড়স, থানকুনি পাতা, ইত্যাদি তো ছিলই। এত বড় বাগান ওই অঞ্চলে আর কোথাও ছিলনা। সেই জন্যে অনেক সময় সাপ-খোপ, পেঁচা, বাদুড়েরও উপদ্রব হতো। মাঝে মাঝে 'শোড়েল' বলে শিয়ালের মতো এক জন্তু রাতের বেলা হানা দিতো। তার গায়ে থাকতো এক বিশ্রী রকমের গন্ধ, যা বহুদূর থেকে নাকে আসতো। তা থেকেই বুঝতে পারতাম যে বাগানে শোড়েল এসেছে! তখন টর্চ, লাঠি-সোঠা নিয়ে বাগানে গিয়ে তাড়া করা হতো। বাদুড়রা অন্য কোথাও থেকে বাক্স বাদাম নিয়ে এসে রাতের বেলা গাছের ডালে ঝুলে ঝুলে খেতো। কিন্তু  বাক্স বাদামের খোলা খুলে খাওয়া সহজ কথা নয় - তাই বেশিরভাগ সময় ওরা কিছুটা চিবিয়ে বাদামটা ফেলে চলে যেতো। পরের দিন সকালে গিয়ে আমরা সেই সব বাদাম খুঁজে খুঁজে বাড়িতে নিয়ে এসে ভালো করে ধুয়ে হাতুড়ি দিয়ে ভেঙ্গে খেতাম। খেতে আহামরি হয়তো তেমন ছিলো না, কিন্তু সেই বয়সে এই ভাবে  বাদাম খোঁজার মধ্যে বেশ রোমাঞ্চ লুকিয়ে থাকতো। যাই হোক সেই বাগানে মাঝে মাঝেই বাইরে থেকে একটা কুকুর এসে তার প্রাত্যহিক কৃতকর্ম করে যেতো। বাগানের চারদিকে উঁচু পাঁচিল দেওয়া ছিল, কিন্তু ঢোকার মুখের যে গ্রীলের গেট টা  ছিলো সেটার মধ্যে দিয়ে কুকুর অনায়াসেই গলে যেতো পারতো। ঢিল ছুঁড়ে বা তাড়া  করেও সেই কুকুরকে ভয় দেখানো যায় নি। তাছাড়া কুকুরটা ছিলো অত্যাধিক চালাক। সে যেন জানতো যে কোথায় কখন কে আছে।
এই সময় আমাদের বাড়িতে যে পুঁচকে বিড়ালটা  ছিলো সে বয়সে তখন বড় জোর তিন কি চার মাস হবে। প্রচন্ড চটপটে আর ফুল অফ এনার্জি ! সেও বুঝে গেছিলো যে আমরা কুকুরটাকে ভয় দেখাতে চাই। বাগানের ঘাসগুলো ছিলো বিড়ালের থেকে উঁচু হাইটের - তাই ঘাসের মধ্যে বসে থাকলে তাকে চট করে খুঁজে পাওয়া যেতো না। একদিন আমি বাড়ির দোতলা থেকে লক্ষ করলাম যে কুকুরটা বাগানে ঢুকে তার পছন্দ মতো জায়গা খোঁজা শুরু করেছে। সবে ভাবছি যে নিচে নেমে তাড়া করবো, এমন সময় দেখলাম আমাদের সেই পুঁচকে বিড়ালটা ঘাসের মধ্যে দিয়ে খুব আস্তে আস্তে কুকুরটার পিছনে যাচ্ছে। এত নিঃশব্দে যাচ্ছে যে কুকুরটা খেয়ালও করেনি। কুকুরটা যেই তার কৃতকর্ম শুরু করেছে, ঠিক সেই সময় বিড়ালটা তার পিছনে এসে হঠাত 'ম্যাওওও' বলে এক লাফে নখ দাঁত বার করে কুকুরের পিঠে চড়ে বসলো - ঠিক যেমন ঘোড়ার পিঠে সহিস উঠে বসে! কুকুরটা এই অতর্কিত আক্রমনের জন্যে একেবারেই প্রস্তুত ছিলো না। সে ব্যাটা ভ্যাবাচাকা খেয়ে, প্রাতকৃত্য বাকি রেখেই কেঁউ কেঁউ করতে করতে দিলো লম্বা এক দৌড়। একবার ফিরেও দেখলো না যে তার প্রতিপক্ষ একটা ছোট্ট পুঁচকে বিড়াল... সেই যে পালালো আর কোনদিনও তাকে বাগানে দেখিনি। আমরা সবাই মিলে যা কুকুরটা কে শেখাতে পারিনি, ঐ ছোট্ট  বিড়াল তা একদিনেই করে ফেলেছিলো। অনেক সময় শাসন করেও যা শেখানো যায় না, ভয় দেখিয়ে তা কিন্তু সহজেই আদায় করা যায়!

এই একই বিড়াল আরেকটু বড় হয়ে অচেনা এবং ভিতু মানুষদের ভয় দেখাতো - বিশেষ করে একা একা যাওয়া আসার সময়। সে কোথাও কিছু নেই, আচ্চমকা ছুটে এসে পায়ের হাঁটুর কাছের মাংস ধরে একটু ঝুলেই পালিয়ে যেতো। অনেক সময় তার নখের আঁচড়ে রক্ত পর্যন্ত বার হয়ে যেতো। কিন্তু বকে বা মেরে তার এই দুঃসাহসিক খেলা বন্ধ করা যায় নি। আমাদের বাড়ির বাইরের গ্রীলের গেট থেকে দরজা পর্যন্ত আসতে যেটুকু গলি মতো ছিলো, সেই জায়গাটাতে ছিল তার অবাধ রাজত্ব। চেনা মানুষদের যাওয়া আসার সময় সে কোনো ভ্রুক্ষেপ করতো না। কিন্তু অচেনা আর ভিতু মানুষদের কাছ থেকে সে মাশুল নিয়েই  ছাড়তো। আমার দুই ভাগ্নী আমাদের বাড়ির কাছাকাছিই এক ভাড়া বাড়িতে থাকতো। তারা প্রায় প্রতি বিকেল বেলাতেই আমাদের বাড়িতে খেলতে আসতো, কারণ আমাদের একটা বড়  উঠান ছিলো আর তাদের সমবয়সী অনেকই সেখানে খেলতে আসতো এদের মধ্যে ছোটোজনটি ছিলো কম্পারেটিভলি বেশি ভীতু। সেটা বিড়ালটাও না জানি কেমন করে বুঝে গেছিলো। তাই তারা যখন দু'জনে আমাদের বাড়িতে ঢুকতো, সে ওই ছোট জনকেই টার্গেট করতো। কোথায় যে সে ওদের জন্যে লুকিয়ে ওয়েট করে থাকতো, তা তারা কিছুতেই ধরতে পারতো না!  আর বড়জনও তাই ছোটো বোনকে গার্ড হিসাবে পাশে পাশে রেখে হাঁটতো! বিকেলবেলাতে আমরা অপেক্ষা করতাম ওদের জন্যে - যেই শুনতাম 'ও মামা, বিড়ালে কামড়ে দিলো  গো ...'  বলে এক বিকট আর্ত্মনাদ... তখনি বুঝে যেতাম যে তারা এসে গেছে। ফেরার সময়ও হত এই একই ঘটনার পুন:প্রচার। তাই অনেকদিন-ই ফেরার সময় ওদেরকে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে হতো। সুতরাং 'হাইড-এন্ড-সীক' কেবল যে মানুষরাই খেলে এটা ঠিক কথা নয়। 
এতো রসিক বিড়াল আমাদের বাড়িতে আর দুটো আসেনি।


বিড়াল-৪   
আমাদের বাড়িতে উঠানের গায়ে গায়েই একটা ভাঁড়ার ঘর ছিলো। সেটাতে মূলত বাগানের ডাব-নারকেল, সুপারি, সবেদা,বাতাবি লেবু আর ধানের বস্তা রাখা হতো। পিসেমশাইয়ের বেশ কতক বিঘা ধানী জমি ছিলো - সেটাতে তিনি লোক দিয়ে ধান চাষ করাতেন। খুব সম্ভবত আমন আর আউশ ধান চাষ হতো। প্রতি বছরই যে ভালো ফলন হত তা নয়, কিন্তু হতো। তবে ভালো ফলনের ধান  পিসেমশাই নিজেদের জন্যে না রেখে বিক্রি করে দিতেন, যা নিয়ে অনেক অসন্তোষ দেখা দিতো - সে কথা আপাতত বলছি না। এছাড়া হাবিজাবি কাঠ, দা-কুড়ুল, কেরোসিন তেল, ইত্যাদিও থাকতো সেই ভাঁড়ার ঘরে। তবে ঘরটার অবস্থা তেমন ভালো ছিলো  না। শুধু  চার দেয়ালগুলো কোনরকমে ইঁট দিয়ে গাঁথা ছিলো, আর মাথায় ছিলো টালির ছাদ, যার অনেকগুলোই  আবার ভাঙ্গা। ছাদের কাঠের অবস্থাও তেমন মজবুত ছিলো না, যার ফলে ভারী চেহারার কেউ ওই ছাদে সহজে উঠতে চাইতো না। ধানের জন্যেই বোধ হয় ইঁদুরের খুব উপদ্রব ছিলো। ইঁদুর মারা বিষ ব্যবহার করেও কোনো লাভ হতো না - কারণ ইঁদুর গুলো চালাক ছিলো। তারা সহজে বিষমাখা খাবার খেতো না, বা খেলেও তারপর জল খেয়ে নিতো - যার ফলে বিষ ঠিকঠাক কাজ করতো না। আমাদের প্রতিবেশী কৃতি-দির মা তখন আমাদের বাড়িতে গল্প করার জন্যে প্রায়-ই আসতেন। তাঁরা এককালে জমিদার ছিলেন - বেশ বড়লোক - আর তাঁদের বাড়িতে প্রচুর পোষা বিড়াল, পাখি, কুকর ছিলো।  তিনিই বুদ্ধি দিলেন বাড়িতে একটা বিড়াল পুষতে। আমার তো শুনে মহা আনন্দ। সেই প্রথম বোধ হয়  আমাদের বাড়িতে বিড়ালের আবির্ভাব হয়েছিলো। যাই হোক একদিন আমি আর পিসিমা ঘটা করে ওদের বাড়ি থেকে ছোট্ট একটা ফুটফুটে, সাদা বিড়ালছানা নিয়ে এলাম। কান আর লেজ ছাড়া তার শরীরের সব অংশই ধপধপে সাদা - দূর থেকে দেখলে তাকে অনেকসময় খরগোশের বাচ্ছা বলেও মনে হতো। মহা উত্সাহে তার সাথে খেলতাম। এক মুহূর্ত তাকে না দেখলে মনে হত কতোদিন দেখিনি! কিন্তু সে ভালবাসা বেশিদিন টিকলো না - মানুষের প্রেমিকার মতোই সে প্রথম কয়েক মাস আমার সাথে সাথে খুব ঘুরলো। অন্য কেউ ডাকলে আসুক বা না-আসুক, আমি ডাকলেই যেখানেই থাকুক না কেন ঠিক দৌড়ে চলে আসতো। কয়েক মাস বাদে যখন সে একটু সাবালক হলো,  আমাকে পাত্তা দেওয়া বন্ধ করে দিলো। তখন তার আলাদা একটা জগত হয়ে উঠেছিলো। কোলে নেওয়া আর তেমন পছন্দ করতো না - সকাল হলেই বাড়ির বাইরে গিয়ে পাঁচিলে উঠে বসে থাকতো। কেবল খাবার সময় হলে আর সন্ধ্যা হয়ে গেলে বাড়িতে চলে আসতো। প্রচন্ড ডিসিপ্লিনড আর শিকারী ছিলো এই বিড়াল। আমরা তখন মাটিতে পিঁড়ি পেতে বসে খেতাম। কিন্তু খাবারের থালা খোলা পড়ে থাকলেও সে কখনই লোভ করে তাতে মুখ দিতো না - চুপচাপ পাশে বসে অপেক্ষা করতো যতক্ষণ না আমরা নিজে থেকে তাকে খাবার দিচ্ছি - কোনো রকম তাড়াহুড়ো সে করতো না। প্রতিরাতে খাবারের পাট চুকলেই দেখতাম সে গুটি গুটি ভাঁড়ার ঘরের ছাদের টালির উপর গিয়ে গ্যাট হয়ে বসে ইঁদুর ধরার চেষ্টা করছে। রাতের বেলা যখন সারা বাড়ির আলো নিভে যেতো,  তখন ভাঁড়ার ঘরের ছাদের দিকে তাকালেই মনে হতো একখানা সাদা পেঁজা তুলোর বস্তা পড়ে আছে সেখানে। ইঁদুরের উপদ্রব খুব দ্রতই কমে গেলো। ইঁদুর  খেয়ে খেয়ে বিড়ালটা গায়েগতরে বেশ ভারিক্কি হয়ে উঠলো আর তার চলাফেরার মধ্যে কেমন একটা লীডার গোছের ভাব চলে এলো। অন্য বিড়ালরা তো বটেই, এমন কি কুকুর বা কাক গুলোও তাকে এড়িয়ে চলতো। একদিন রাতের বেলা আমরা যথারীতি একসাথে সবাই খেতে বসেছি, বিড়ালটাও ধারে কাছেই ছিলো - হঠাত দেখি কি রকম একটা বিশ্রী টাইপের গন্ধ আসছে কোথা থেকে। এদিক ওদিক তাকিয়ে দেখি একটা গোদা ইঁদুর মুখে করে তিনি আমাদের পাশে এসে বসে আছেন! ভাবখানা, এতোদিন তোমাদের খাবার আমি খেয়েছি, এবার আমার খাবার-ও তোমরা খেয়ে দেখো! মা তা দেখা মাত্র "দূর হ' হতচ্ছাড়া " বলে চেঁচিয়ে উঠতেই সে এক দৌড়ে ইঁদুর সমেত গিয়ে উঠলো ভাঁড়ার ঘরের ছাদের মাথায় - আর আমাদের দিকে একদৃষ্টে চেয়ে রইলো, যেন নীরবে বলতে চাইলো যে ভালো কাজ করলেও সবাই তা ভালো ভাবে নেয় না...


'ঈশ্বর' আছেন কি? 
আমাদের বাড়িতে পূজা-আচ্চা ভালোই হতো। বাড়ির তিনতলার ছাদে আলাদা একটা ছোট ঠাকুরঘর ছিলো - সেখানে স্বরস্বতী ঠাকুর, শিব ঠাকুর, রাধা-কৃষ্ণ ও আরও নানান বিগ্রহের মূর্তি রাখা ছিলো। একটা কাঠের ছোটো ঠাকুরদালানও ছিলো। মূলত: দিদিরা, আর কখনো বা মা পালা করে করে ঠাকুর ঘরের কাজ করতেন। সকালে ঘর খোলা ও পরিষ্কার করা, দুপুরে ফুল-জল খাবার দেওয়া আর সন্ধ্যা বেলায় প্রদীপ জ্বালানো, শাঁক বাজানো এবং পূজার খাবার তুলে রেখে ঘরে তালা দেওয়া। এছাড়া বাড়ির একতলায় উঠানের পাশে একটা পাকা তুলসীমঞ্চ ছিলো যার সামনের দিকে কিছু ঠাকুরের ছবির প্লেট বসানো ছিলো। আর বাড়ির মধ্যেই একটা বেলগাছ ছিলো, যার গোড়াটা আবার ইঁট-কাদা দিয়ে বাঁধানো ছিলো, সেটাও ছিল শিব ঠাকুরের প্রতিভূ। এই দুটো জায়গাও একই সময়ে পরিষ্কার করা হত। সন্ধ্যাবেলা ঠাকুর ঘর থেকে প্রদীপ, ধূপ জ্বালিয়ে নিয়ে এসে বাড়ির প্রতিটি ঘরের সামনে দেখানো হতো। তারপর বেলগাছের কাছে আর তুলসীমঞ্চে সেই আলো দেখিয়ে তিনবার শাঁক বাজানো হতো। বাড়ির সবাই, বিশেষ করে বড়োরা এই সময় ভক্তিভরে প্রণাম করতেন। অল্প মনে হলেও এই পুরো প্রসেস টা শেষ করতে বেশ সময় আর এফর্ট লাগতো। কারণ একতলা থেকে তিনতলা ছিল মোট ৫২টা  সিঁড়ি। সেটা বার দুয়েক ওঠা-নামা করতে হত তিনবেলা। এছাড়া বাসি ফুল ফেলে দিয়ে বাগানের গাছ থেকে নতুন ফুল তোলা, ঠাকুরের ভোগের বাসন-পত্র দুর্বা ঘাস দিয়ে মেজে পরিষ্কার করা - এ সবই ছিলো সময়্সাধ্য কাজ। বেশিরভাগ সময় আমার সেজদি খুশিমনে এই কাজ গুলো করতেন - একদিন দুদিন নয়, দিনের পর দিন। হয়তো সেই কারণেই ভাগবান তাঁকে অনেক আগেই নিজের কাছে ডেকে নিয়েছেন। আজ সেই ঠাকুর ঘরের অবস্থা দেখলে খুব কষ্ট হয়। এ দু'চোখ খোঁজে সেজদি কে। সেই যে প্রতিমা বন্দোপাধ্যায়ের গানটা ছিলো না - "বড়ো সাধ জাগে, একবার তোমায় দেখি..." - সেই গানটার কথা বা সুর আগে তেমন ভালো লাগতো না, কিন্তু আজকাল খুব নস্টালজিক লাগে। সত্যি, আমরা কাছের মানুষদের তখনই মনে করি যখন তাঁরা খু-উ-ব দুরে চলে যান।

যাই হোক সেই ছোটো বয়স থেকেই ঠাকুর-দেবতার প্রতি ভক্তি-শ্রদ্ধা আপনা আপনিই গড়ে উঠেছিলো - কিন্তু সেটা সবসময় এক মাত্রায় থাকতো না। স্বরস্বতী, দূর্গা বা কালী পূজার সময়ে মনে যেন বেশি করে ভক্তিভাব আসতো - কিন্তু অন্য সময় ঠাকুর ঘরের কাজ করতে বললে একটু গররাজিই হতাম। তবে এই ভক্তিভাবটা সবচেয়ে জেগে উঠতো ইস্কুলের পরীক্ষার সময়, বিশেষ করে এনুয়াল পরীক্ষার সময়! আমাদের তিনতলার ছাদটার চারিদিক চারফুট উঁচু সিমেন্টের রেলিং দিয়ে ঘেরা ছিলো, এর মাঝে মাঝে আবার একটু অল্টারনেট স্পেসিং দিয়ে খোপ-খোপ কাটা ছিলো। আমার ছোটোবেলার বেশিরভাগ সকালই কেটেছিলো এই ছাদে বসে পড়াশুনা করে। সকালবেলায় উঠে যখন মাদুর পেতে ছাদে বোসতাম, তখন অদ্ভুত ভালো লাগতো। চারিদিক আলোয় ভরা, শান্ত, নির্জন, পরিষ্কার ঝকঝকে আকাশ - কনসেনট্রেশানের জন্যে আলাদা করে চেষ্টা করতে হতো না। শীত বা গ্রীষ্মের সূর্য্যের আলোর পরিক্রমণ পথ অনুযায়ী আমার পড়তে বসার জায়গাটাও সরে সরে যেতো। একমাত্র বর্ষাকালেই আমি দোতলার কোনো ঘরে বসে পড়তাম। এই ছাদে পড়তে বসার কল্যাণে আমাকে যেমন বাড়ির কাজকর্ম কম করতে হতো, তেমনি বাড়ির একতলার চেঁচামিচিও অনেক কম কানে আসতো। 
সে সময় আমাদের স্কুলে দুবার করে পরীক্ষা হতো। গ্রীষ্মের ছুটির পর হাফ-ইয়ার্লি, আর পূজার ছুটির পর ফাইনাল বা এনুয়াল। এখন অবশ্য পড়াশুনার সিস্টেমটাই বদল হয়ে গেছে। শুনেছি শীতকালের দিকে নাকি আর ফাইনাল পরীক্ষা হয় না - আবার বেশিরভাগ জায়গায় নাকি মার্কসের বদলে 'গ্রেড' দেওয়া হয়! শুনে বড়ো অদ্ভুত লাগে। অবশ্য এটা ঠিক যে পূজার ছুটির পর ফাইনাল পরীক্ষার একটা নেগেটিভ দিক ছিলো, কারণ পূজার ছুটিতে শুধু দুর্গাপূজা নয়, লক্ষীপূজা, জগদধার্ত্রী, কালীপূজা আর ভাইফোঁটা থাকতো।এছাড়া ঐসময়ে পাড়াতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান লেগেই থাকতো। এর মধ্যে সবচেয়ে পপুলার ছিলো খেলার মাঠের মধ্যে দুটি খুঁটি পুঁতে সাদা পর্দা টাঙিয়ে তাতে বায়স্কোপের ছায়াছবি দেখা। আমাদের সেই অঞ্চলে তখন দুটো বড়ো ক্লাব ছিলো  - 'আমন্ত্রনি' আর মিলন সংঘ। এরাই পালা করে এই ব্যবস্থা করতো। পর্দার যে কোনো দিকে বসেই সে ছায়াছবি দেখা যেতো। কোন দিকে বা কার পাশে বসে দেখবো সেটা স্থির করতে করতেই অনেকটা সময় কেটে যেতো। 'ক্ষুদিরাম', 'সুভাষচন্দ্র', 'অতিথি', 'পথের পাঁচালি' - এ ধরনের বিখ্যাত ও শিক্ষামূলক ছায়াছবি দেখানো হতো। মাঝে মাঝে লোডশেডিং হয়ে গেলে বা প্রজেক্টারে 'রীল' জড়িয়ে গেলে আমাদের কি আক্ষেপ হতো!

আমাদের বাড়িতে আবার কালীপূজার রাতে জ্বালানোর জন্যে 'তুবড়ি' আর 'ছুঁচো' বাজি তৈরী করা হতো। এই বাজি তৈরী করাটা ছিলো দক্ষজগ্গ্যের মতো এক বিশাল ব্যাপার। কম করে দু'সপ্তাহের প্রিপারেশন নিতে হতো। সোরা, গন্ধক, লোহাচুর বা আলুমিনিয়াম-চুর আর কাঠকয়লা যোগাড় করে, শিলনোড়াতে বেটে, রোদ্দুরে শুকিয়ে, তুবড়ির ও ছুঁচোর খোলের মধ্যে ঠেসে ঠেসে ভরতে হতো। প্রতিটি বাজির ফর্মুলা ছিল এক এক রকম। যদ্দুর মনে পড়ে 'ছুঁচো' বাজির জন্যে আমরা ফলো  করতাম ৭-৪-৩। অর্থাৎ ৭-ভাগ সোরা, ৪-ভাগ গন্ধক আর ৩-ভাগ কাঠ কয়লার মিশ্রণ। পূজার সময় পার্বণীতে পাওয়া টাকা-পয়সা শেয়ার করে সোরা, গন্ধক আর লোহাচুর কিনে আনা হতো শান্ত-দার দোকান থেকে। কিন্তু কাঠকয়লার জন্যে শুকনো আর হাল্কা কোনো গাছের ডালের প্রয়োজন হতো - বিশেষ করে কূলগাছের শুকনো ডাল এ জন্যে ছিলো আদর্শ। বাবা অনেক আগে থেকেই শুকনো কূলকাঠ খুঁজে খুঁজে যোগাড় করে রাখতেন। সেই কাঠ আধা পুড়িয়ে, তার কয়লা হামান-দিস্তায় বেটে বেটে একটা কাপড়ের মধ্যে ফেলে ঘষে ঘষে ছাঁকতে হতো - সোরা বা গন্ধকও তাই। বাটা যতো মিহি হবে বাজি ততো ভালো হবে। তারপর সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে আবার বাটতে হতো - তখন শিল-নোড়া ব্যবহার করতাম। লোহাচুর বা আলুমিনিয়াম-চুর শুধু তুবড়ির জন্যে লাগতো। লোহাচুরে তুবড়ির আলো কিছুটা লাল টাইপের হতো আর আলুমিনিয়াম-চুরে সেটা হতো রুপোলি সাদা। আলুমিনিয়াম-চুরের দাম ছিল ভালোই, তাই আমরা সাধারণত লোহাচুর-ই কিনতাম। তুবড়ির খোল রেডিমেড কেনা গেলেও 'ছুঁচো' বাজির জন্যে স্পেশাল কাগজের খোল লাগতো। স্পেশাল, কারণ কাগজ যদি খুব মোটা হয় তাহলে বাজি খুব একটা দৌড়াবে না, আবার বেশি পাতলা হলে তাড়াতাড়ি ফেটে যাবে! এই খোল তৈরীর জন্যে আমরা 'সোভিয়েত দেশ' বলে এক মাগ্যাজিনের পাতা ব্যবহার করতাম। এই মাগ্যাজিন প্রকাশিত হতো মস্কো থেকে, আসতো পোস্টাল ডাকে। আমরা এই মাগ্যাজিনের গ্রাহক যে কেন হয়েছিলাম তা জানা নেই, তবে মনে হয় তার একটা গুরুত্ত্বপূর্ণ কারণ ছিলো এই 'ছুঁচো' বাজি আমি, ছোটদা আর ছোটদি ছিলাম এই বাজি তৈরী দলের নিয়মিত সদস্য। ছোটদা ছিলো আমাদের লিডার। মাঝে মাঝে মা বা পিসিমা এসেও গজগজ করতে করতে বাজির মশলা ছাঁকার সময় হেল্প করতেন। বাবা দূর থেকে সেইসব দেখে দেখে হাসতেন আর খুব মজা পেতেন। মেজদা হেল্প করতেন ছুঁচোবাজির মশলা খোলে ঠাসার সময়।তুবড়ির মশলা ঠাসা কম্পারেটিভলি সোজা ছিলো, বরং ছুঁচো বাজির মশলা ঠাসতে গিয়ে আঙ্গুলে ফোস্কা পরে যেতো। কারণ একটা বড়ো পেরেক দিয়ে ক্রমাগত ঠুসতেই  হতো আর এক একটা করে ছুঁচো বাজি কমপ্লিট করতে সময়ও লাগত কম করে পাঁচ থেকে সাত মিনিট। আমি অবশ্য এই দুটোর কোনটাই করতাম না। আমার কাজটা ছিল অনেকটা যোগাড়ের মতো। কোনো গুরুত্ত্বপূর্ণ কাজে নয় বরং আজেবাজে কাজগুলিই আমাকে দেওয়া হতো। মাঝে মাঝে বৃষ্টির কারণে কয়েকদিন কাজ বন্ধ থাকলে, যেদিন তারপর রোদ্দুর উঠতো সেদিন রাত পর্যন্ত বাজি তৈরীর কাজ চলতো। কালীপূজার  বেশ কয়েক রাত আগে থেকেই চলো বাজি টেস্টিং-এর পালা। সারা ঘরবাড়ির জানালা দরজা বন্ধ করে, সমস্ত জামা কাপড় সরিয়ে আমরা ছুঁচো বাজিতে আগুন দিতাম। মেজদির বন্ধু উত্তমদা, তিনি আবার ব্যাং-বাজি আর উড়ন-তুবড়িও করতেন। তাঁর কাছ থেকেও অনেক ভালো ফর্মুলা যোগাড়  হয়েছিলো।  সে ছিলো এক অদ্ভুত আনন্দ আর উন্মাদনার সময়। সেই বাজি তৈরীর কথা আবার পরে বলা যাবে - এখন বলি ঠাকুরের প্রতি আমার ভক্তিভাবের কথা। 


আমি পড়াশুনায় বেশ ভালোই ছিলাম। তবুও বাড়ি থেকে বলে দেওয়া হতো যে অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্রের সব প্রশ্নের উত্তরগুলো লিখে আনতে - যাতে বাকিরা বুঝতে পারে যে আমি কটা প্রশ্নের ঠিক এন্সার করেছি। ভুল বেশি করলে কপালে দুর্ভোগ লেখা থাকতো। এনুয়াল পরীক্ষা সাধারণত শেষ হতো ডিসেম্বরের প্রথম উইকের শেষ দিকে। তারপর থাকতো টানা তিন সপ্তাহ ছুটি। তখন শুরু হতো আমাদের ঘুড়ি ওড়ানো আর ক্রিকেট খেলার সিজন। এই সময়ে আর পড়তে বসতে হতো  না। গপ্ল্পের বইয়ের আলমারি থেকে দেবসাহিত্য কুটিরের মোটা মোটা পূজাবার্ষিকী গুলো নিয়ে পড়লে কেউ আর বকতো না। আমি মাঝেমাঝে সকালে বা সন্ধ্যাবেলায় সব প্রশ্নপত্রগুলো নিয়ে বসতাম - রিভাইস করার জন্যে। তারপর আমার বেস্ট গেস অনুযায়ী প্রতিটাতে নম্বর দিয়ে একসাথে যোগ করে দেখতাম যে টোটাল কত নম্বার পেতে পারি। বেশিরভাগ সময়েই আমার আন্দাজ খুব একটা খারাপ মিলতো না। নতুন বছরের প্রথম উইকে আমাদের স্কুলে রেজাল্ট বার হতো। দুরুদুরু বুকে আমরা রওনা হতাম ইস্কুলের দিকে। এই রেজাল্ট বার হবার কিছুদিন আগে থেকে আমার মনে ঠাকুরের প্রতি ভক্তিভাব খুব বেড়ে উঠতো। ছাদের ঠাকুরঘরে গিয়ে বসে থাকতাম মাঝে মাঝেই - আর মনে মনে বলতাম যে ঠাকুর আমার পরীক্ষার রেজাল্ট যদি সত্যি সত্যিই ভালো হয়ে থাকে, তো তার প্রমাণস্বরূপ আমাকে একটা ভালো ঘুড়ি পাইয়ে দাও। 

একবার মনে আছে যে রেজাল্ট বার হবার দিন প্রায় এসে গেছে কিন্তু আমি তখনও কোনো নতুন ঘুড়ি পাইনি - খুব টেনশন শুরু হয়ে গেছে। দোকান থেকে নতুন ঘুড়ি কেনাই  যায় - কিন্তু সেটা ঠিক ঘুড়ি-পাওয়া নয়। দিনের বেলা প্রায় সারাক্ষণই ছাদে ছাদে সময় কাটাই। প্রত্যেক দিনই প্রচুর ঘুড়ি কেটে যায় - কিন্তু সেগুলো সবই বাড়ির এদিক ওদিক দিয়ে চলে যায়। বাগানে যাওবা কিছু ঘুড়ি পড়ে, তা সবই অন্যেরা আমার যাবার আগে লুটে নেয়! পাঁচিল টপকে সবাই চলে আসে বড়ো বড়ো লগা বা আঁকশি নিয়ে - কেউ কোনো বারণ শোনে না। এই ভাবে রেজাল্ট বার হবার আগের দুপুরে বসে আছি ছাদে - কোনো কিছু তেমন ঠিক ভালো লাগছে না। আস্তে আস্তে মনে হচ্ছে যে এবছর পরীক্ষাটা হয়তো ঠিক ভালো হয়নি। দূপুর গড়িয়ে যাচ্ছে... হঠাৎই শুনি একটা চেঁচামিচির আওয়াজ। দেখলাম একটা বড়ো ঘুড়ি পশ্চিমদিক থেকে কেটে ভাসতে ভাসতে আসছে! সেটার পিছু ধাওয়া করেছে একদঙ্গল ছেলে। দেখে প্রচণ্ড উত্তেজনায় আমার হাত-পা কাঁপতে লাগলো। ঘুড়িটা এমন কিছু উপরে নয় যে আমাদের বাড়ি ক্রশ করে চলে যাবে আবার খুব নিচেও নয় যে আগের বাড়িগুলোতে আটকে যাবে। নিচে রাস্তায় জড়ো হওয়া ছেলেদের দলের আক্ষেপ শোনা যাচ্ছে - ওই ক'টা মুহূর্ত যেন মনে হলো অনন্তকাল... দেখতে দেখতে ঘুড়িটা দুলতে দুলতে ঠিক আমাদের ছাদের মাঝে এসে গোত্তা খেয়ে পড়লো! আমাকে ধরার জন্যে কোনো চেষ্টাই করতে হলো না। আনন্দে তখন আমার নাচতে ইচ্ছা করলো। ঘুড়ি তো পেয়েছিই, সে তো আর কেউ নিয়ে নিতে পারবে না - কিন্তু তার থেকেও বড়ো কথা হলো যে এটা একটা শুভ ঘটনার ইঙ্গিত - নিশ্চয় আমার পরীক্ষা ভালো হয়েছে আর ঈশ্বর বলে নিশ্চয় কেউ আছেন। সেই রাতে অনেক শান্তি আর আনন্দ নিয়ে ঘুমালাম। পরের দিন সকালে বেশ আগ্রহ নিয়ে, টেনশনহীন ভাবে ইস্কুলের দিকে রওনা দিলাম! সেবার যথারীতি আমার এক্সপেক্টেশান মিলে গিয়েছিলো - কাঙ্খিত রেজাল্টই হয়েছিলো। বাড়ি ফিরে আসার পর সবার খুশি খুশি চোখের দিকে তাকিয়ে মনে মনে বলেছিলাম 'ঈশ্বর, তুমি সত্যিই আছো'।  



                                                                           To Be Continued...

Wednesday, September 5, 2012

Fort Bragg Tour (Northern California) September 2012


একদিন দল বেঁধে ক'জনে মিলে,
   যাই ছুটে খুশিতে হারাতে,
এই পথ খুঁজে -সব ভয় মুছে   
কেউ তো জানে না, মনের ঠিকানা...


P r o l o g u e
Day 0: (Aug 31st, 2012 - Friday)
This weekend was the long weekend since Monday, September 3rd was the labor day in US. We planned to visit "Fort Bragg, CA" this weekend - starting on Friday evening and coming back on Sunday night. Monday we would take complete rest to re-charge our battery.

I left from office a bit early - already completed packing of our stuff last night. This time we have a new member with us who took the lion's share of our luggage. We were altogether seven (7) people. Indra graciously agreed to take their Honda (Odyssey) minivan - so we did  not have to rent any car this time. Last time we went together to visit Niagara was almost 4 years (July/2008) back. Now there are 2 more kids with us!  Sure, life has changed a lot!

We started our journey after 6 PM. Indra picked up us from our Home.  I thought seating arrangement might create little problem, but apparently not. The minivan was big enough for us. We had two light strollers, 2 + 2 = 4 standard cabin luggage, plus many other medium sized bags - but still were able to sit comfortably. Parama, Tirai (6 years) and Titir (1.8 years) took 3 seats in the middle row. Debjani and Adi (11 months) were on the back. Indra and myself were on the front. Indra was driving and I was enjoying my long lost opportunity of watching the roads & scenery as co-driver in every bit!! 


I felt guilty, not only for I didn't have to drive a single mile, but also sitting in the middle seats should not make someone feel much comfortable... the journey may not be enjoyable too!
We took I-280-North towards San Francisco. Not much traffic was on I-280N - might be because of the coming long weekend, plus Friday evening. Weather was already looking better than the last few days with clear blue sky and lots of sunshine, less cloudy.  Generally July-October is the busiest months in Fort Bragg, but there is something to see and do year-round.


Fort Bragg was 163 miles from San Francisco via Highway 101– roughly 3.5 hours drive. After crossing Golden Gate Bridge if we continue towards north for approximately 112 miles to Cloverdale, we have two choices: turn off onto Highway 128 West through the Anderson Valley, or continue on Highway 101 to Willits and take Highway 20 West.

We stopped at Shell Gas station iCloverdale city (1194 S Cloverdale Blvd, Cloverdale,  CA 95425for a 30 minutes break to check on the kids and refueling our car. 

We were too lucky to start our journey on a full-moon night. The shiny silver moonlight was beaming down the whole horizon with so much grace. I could hardly remember last when I was outside on road in a full moon night. Looking at the full moon with its miraculous beauty I was amazed... everything in this world are creations by God, from God... all created for us. But how often do we cherish each and every moment of our life that we have been blessed with? 

stayed static in the car rushing away on the countryside like road, watching the 'White Globe' fill one-third of the sky and bringing abreast the deep poet any one of us have into our soul, no matter education or knowledge!
We passed the Ukiah municipal airport and decided to have our Friday night's dinner at Denny's (@105 Pomeroy Rd, Ukiah, CA 95482) in Ukiah (central) city. The restaurant was almost on US-101N, but we took an early exit and came there thru downtown. The roads were here much lonely compared to bay area - we saw couple of police cars patrolling. 

This is a somewhat different kind of Denny's which expected to have a reservation! But we did not have to wait long. 
Both food and service were quite good and prompt here. Tirai solved the whole scrambled word puzzle (almost). It was already 9.30 PM, so we had to call our hotel's (Best Western) front desk to inform that we would not be reaching there before 11 PM.
After dinner we continued our journey. We relied on GPS and took the (un)popular route via Highway 20 west from downtown Willits (132 miles north of San Francisco) to Fort Bragg on the Mendocino Coast. It was a 25-mile drive through farmland, mountain views and redwood forests. But the road was more than a bit winding. Okay! that’s an understatement. The dense fog on that night (at 11 PM) made all the sharp turns on  Highway-20 almost invisible and dangerous to drive, even with 20 miles speed. As it got dark & foggy, the road also got narrower and more difficult to navigate. The massive redwood trees (earth's tallest trees - 300+ ft. tall and 12+ ft. in diameter), growing together so closely in dense forests, completely blocked out the moonlight and made the whole area absolute dark, cool and foggy.  We were damn scared with 3 kids in their deep sleep sitting in the car !   
Day time - Delightful & Majestic
Night time - Scary & Foggy
Watch the video (5.5 min): Here

Two hundred million years ago, in the Jurassic era two giants reigned: Dinosaurs and Redwoods. The dinosaurs vanished, but the Redwoods somehow managed to survive the catastrophe and have gone on to survive fires, floods, windstorms, droughts, and earthquakes. As the oldest living creatures on the planet, redwoods truly are giant survivors from a time of giants and serving as a symbol of what life on this planet. Their remnants are now found only in California.

Ultimately we reached our destination, Best Western Lodge(100 North Main StreetFort BraggCA 95437) around 11:30 PM. The front desk office was already closed. They put our room keys (#423, #424) under the door mat and closed the office.
This is the first time Adi needed to sleep outside of his Crib and he did not like it at all. So lots of effort had to make to put him to sleep in our Bed. We had to stop talking completely and had to walk in our own room like thieves... very slowly... without making any audible noise!!
I had a severe headache and finally went to sleep around 2 AM.

Day 1: Sep 1st, 2012 - Saturday
Botanical GardenSkunk Train Ride
Next morning we woke up little late and had the complementary breakfast (bread/butter, boiled eggs, banana, waffle, juice, muffins & tea/coffee) at our Hotel cafeteria around 9:40 AM. 

Then we started driving towards "Botanical Gardens" (18220 N Highway 1, Fort Bragg, CA 95437) around 11 AM.


Botanical Gardens (Saturday, Sep 01)
It was the only public garden in the continental United States directly in front of an ocean. This is a huge garden, although you can't tell by looking at its entrance - over 45 acres of forest, garden and ocean views.  

When we entered the garden it was a bit chilly, cloudy and it looked like the standard garden - variety of plants & trees identified by signs, winding paths, etc. But then we happened to reach the vegetable garden, where they were always harvesting something new. We saw huge pumpkin & squash, many apple trees, and smelled a wheelbarrow full of fennel. 

This garden spans across 47 acres with so many rare plants, blooming flowers, breathtaking landscape, cleansing fresh air and calming sounds of breaking waves.  I think all of us enjoyed the botanical gardens much more than any of us expected. 

It was beginning of September, so the dahlias were in bloom - one of my most favorite flowers. Everyone was taking pictures of their amazing colors.
The Gardens have an amazing variety of plants but perhaps the best part was the walk through the forest to the ocean bluffs. 
There were a variety of paths... all leading back to the coastal bluffs overlooking rugged beauty and pounding waves.  
After a short walk through a mini forest of trees, the path opened up to a view of the amazing rocky coastline.  
There was a small cliff house facing the angry sea. It's a delightful place to sit and watch the waves crashing below. I felt like I was 100 miles away from civilization. 


We spent about 3 hours there but I hardly think we saw even 60% of it.  I hope to make it back there some time. There was also a nursery near the entrance where you could buy plants. Parama bought a little orchid. 


It was almost 1:30 PM and we had a booking for the Skunk Train ride at 3:30 PM, so decided to have our lunch at local Round Table Pizza  (@740 South Main St, Fort Bragg, CA). 

One large Chicken Gourmet Pizza together with chicken wings & sodas were enough for us. 


Skunk Train (Saturday, Sep 01)
After finishing lunch we started driving to Skunk Train station at 100 West Laurel Street, Fort Bragg, CA 95437.
In Mendocino County, the Skunk Train was touted by local guide books and websites as one of the must do things. It's a skunk by name, but not by scent. I guess it got it's name from the early says when folks could SMELL the steam train before they saw it.  In fact if you aren't into mobile activities such as hiking, wine tasting and/or have little kid(s) then perhaps this train ride should be one of the popular must-dos on your agenda.

For the half day Northspur trip, the train departs from the Fort Bragg Skunk Train depot and heads eastward averaging 30-ish mph (rain or shine).  It's a 4 hour, round trip train ride, with a stop over at Northspur. The ticket fare on this long weekend was quite costly - $70 per adult and $40 per kid (older than 2 years) !!
There was a delay of ~20 minutes, so I spent some time to buy some mementos from the local Gift shop where I collected our tickets from the counter. The engine boggy of the train was being swapped, so we had to wait in the queue more than 15 minutes before we were allowed to ride on the train. 
We were lucky enough to ride on long weekend without facing too much crowd. The weather could not have been better, and the views of the redwoods were fantastic.
The more enjoyable parts were when we stepped out into the open air section of the train so that we could get to soak in the scenery, nothing but greenery, forest, and of course the occasional bodies of water, waterfalls, and other relics of the past. 

The train cars were old and squeaky but that's part of the nostalgic appeal. 
The ride was amazing and yes, we saw more redwoods than had ever imagined.  The train sounds and the forest smells were very intoxicating. The open car gave us an up-close look at the incomparable beauty of North Coast forest. It was a relaxing scenic trip. 
The train ride was really awesome in such beautiful surroundings. I spent lot of my time in the open area section by taking pictures and enjoying the scenery.  The train conductor gave a great narration of the interesting history in the area.

The round trip from Fort Bragg to Northspur included a roughly 45+ min stop (at Northspur) where you basically would have a picnic/BBQ in the midst of wood. 

Food price was included in ticket cost. We stopped in a covered and rustic picnic spot, where food was being prepared for us. 
The menu included bread, salad, grilled seasoned tri-tip, chicken with bbq sauce, corn, hot beans, and potato salad. Dessert was vanilla ice cream with Raspberry sauce spooned over the top. I wish I could pack my own food for dinner since the food items for BBQ-dinner were kind of junk and cold. The stop for dinner was around 45-minutes – luckily we did not have too many people waiting for the dinner.
Fortunately we brought the jacket with hoodie as the weather was unpredictable. Life was simpler around these parts. We tried to take the time to slow down and enjoy, spent more time on the open air observation desk of the train, just like the folks in the old days. Wish I could bring a towel or a plastic sheet to sit on in open air area of the train.  
The train ride was fun (a couple hours - not too long, not too short) - the fresh air felt great - beautiful sightseeing and rich history. I thought there would be some kind of live entertainment or music, but there was no such event on this weekend.
After dinner we boarded the train and headed back to Fort Bragg.  The return trip was little boring since it was getting more and more dark, but still I saw people were enjoying the scenery on the open air section. 

Few famous lines from my childhood poem book suddenly popped up in my head...
  "The woods are lovely, dark, and deep,
    But I have promises to keep,
      And miles to go before I sleep,
        And miles to go before I sleep..."
The seats in the train could be turned into opposite direction so that we could face forward or backwards, but we didn't. 

After we returned to Fort Bragg  the temperature seemed further lowered down. We rushed to our car from train station. We skipped that night's dinner since we already had too much (junk) food in the BBQ dinner.

Day 2: Sep 2nd, 2012 - Sunday (MacKerricher State Park & Glass Beach)
Last night we had better sleep. Adi as usual was not much happy to share the same bed with us. Bad thing was he felled down from the bed when we were busy preparing food for him and got a reddish spot on his left side forehead.

Sunday morning we woke up little early. Adi took a quick bath, then we finished our breakfast - same menu, same time, same place. Today they ran out of tea bags, also boiled eggs were not really full-boiled, unlike lastday !!
After breakfast we went back to our room and then checked out. Today was Sunday - the  last day of our trip... feeling little sad. 
We decided to visit MacKerricher State Park and Glass Beach. Glass beach was not in our original agenda, but we heard it was worth visiting and got the direction from the front desk lady at Hotel. We started driving after 11 AM to MacKerricher State Park. It was very close by, approximately 2.5 miles from our hotel. 

Today Parama was driving, so Indra had to sit in the middle, like a sandwich between Tirai & Titir. I offered to switch my place, but that didn't click.

MacKerricher State Park (Sunday, Sep 02)
At one time MacKerricher State Park was  part of the Mendocino Indian Reservation. It has miles of beaches, long tide pools, and a wheelchair-accessible nature trail. The park area itself is open year-round with 140 campsites for tent. 

The Ranger at the park entrance was quite friendly and explained clearly the best locations to visit here. There was a huge gray whale's skeleton at the park visitor center, just opposite to the information booth near entrance area. Locals and Tourists are invited to paint the gray whale skeleton.  It has been several years since the skeleton has been painted.
MacKerricher State Park is a kid-friendly, great place to observe sea lions, whales, and it also provides a habitat for several rare plant species. Great strolling the boardwalk with wonderful views of the cliffs, rocks and ocean, seals, charming and tame ground squirrels, variety of lovely birds. And the best part was no parking fee, neither any entrance fee !!

Adi was all covered up. Parama forgot to bring a jacket for Titir and had to go back to parking lot to bring it. I was feeling cool weather much refreshing... not that harmful.
The boardwalk to the ocean was spectacular. We took couple of boardwalks to the beach, with benches for sit-me-downs. It seemed we were on a private trail !
The wildflowers and grasses along the way made the walk a delight... and then came the ocean views and breezes... really lovely and refreshing. 
Laguna Point hosts organized whale watches during the gray whale migration season. The observation deck at the end of Laguna Point Boardwalk overlooks offshore rocks that harbor a large resident population of Harbor Seals. 
We did see couple of sea-lions enjoying their swim. Wish I could have brought my binocular.
There were trails that connect to the old haul road and one can walk for miles, all the way into Fort Bragg if one is ambitious. Many people was taking bike ride. Horses were allowed on the beach. Considering long weekend the park was quiet, even though the campground seemed to be full. 
In the parking lot there were lots of seagulls on the nearly grassland - they did not fear human and could be aggressive if you would offer food to them. I saw many people were getting ready here for scuba/free diving - most of them were Chinese.
Our next destination was Glass Beach...

Glass Beach (Sunday - Sep 02)
Glass beach was only few minutes away from Fort Bragg town center. 

Finding a near by parking spot was never easy, but we luckily got a good spot. Titir fall asleep in the car, so Indra decided to stay with her. The rest of us started walking towards the beach. The road to the beach was too dusty & sandy and not at all good for our light stroller - we should have brought stroller with big wheels.

Glass Beach was an unusual beach and well worth a look to see the way nature had reclaimed a garbage dump. 

The ocean received trash and returned it to us as shimmering treasures! It was the city's old garbage dump back in the first half of the 20th century. Now wave action has broken up bottles and jars and the beach glistens with little pieces of polished sea glass. There is a local movement encouraging people not to pillage the glass, but it is hard to resist.
Walking on the polished glass was a hoot for the kids. We did find bits and pieces of glass in different colors and Tirai was excited to collect many polished stones. Some of those were light green colored and were glittering on sunlight like the real emeralds.
The beach was a little crowded, not completely peaceful after a long walk to get there. It was also pretty rocky - difficult to get down with infants so we were very watchful at our step. Parama brought a beach mat to sit on the beach. We sat there for some time. The view was great with nice cool, relaxing breeze.
Indra came there after a while, but we did not stay there long. Titir was in a bit off-mood after waking up from her nap, also Adi was trying to grab sand grains with his little hands and started rubbing on his face.
On our way back to parking lot I had to carry the empty stroller. It was difficult to roll it on the sandy road - so Adi was with Debjani/Parama.

We took some time to remove the sands from our dresses and shoes, then decided to have lunch at Denny's (again !!) at "901 N Main St, Fort Bragg, CA 95437". 
We were about to take our seat at the corner, suddenly we heard a familiar voice. It was Abhijit & his family (Mahua and Gia). They were also on the same trip like us and having lunch there!! 
That was a really sweet surprise !!  We decided to join them and started chatting like we met after so many years.
After lunch we decided to start our journey back to Home since it was almost 4 PM and we  wanted to cross all the winding roads in daylight.

In Fort Bragg downtown we stopped by a gift shop, "Pacific Glassworks" to buy some mementos. Adi fell asleep, so I was with him in the car with the car-fan was turned on. After Indra came back I went to the gift shop and bought some little stuff and a nice winter jacket for Adi from another shop, "Oh! Baby".

Returning back to car we found that the car battery was completely exhausted and we could not start the car engine !!  It was again another tensed experience. 

Indra had the AAA membership and contacted them immediately. AAA said they would need at least 30 minutes to reach there. We had nothing but to anxiously wait for them. I walked to nearby gas stations and car servicing stores - but most of those were already closed though it was not even 5 PM - may be because of long weekend.

Anyway, we were lucky, the AAA guy showed up in 15 minutes, around 5:10 PM. He took just a single minute to jump-start our car engine and then almost vanished in the air. We felt so much relieved then !!

The car had half-tank gas and its battery needed at least 45 minutes to get fully charged - so we kept on driving. This time we did not make the same mistake by taking Highway-20, rather took Highway-128 EastThis road also had many sharp turns and winding, but not like Highway-20. Also now we had some daylight, so we safely crossed the winding road before sunset.

Passing through Anderson Valley from the Mendocino Coast on California Highway-128 to famous Boonville, we encountered miles of shaded forests. Boontling is a dialect created approximately 100 years ago by locals trying to keep information from outsiders, "Boont" can still be heard in local establishments among a select group.  While approximately half of the youth attending school in this region are native English speakers and the other half are native Spanish speakers, long time locals may charlie ball you or hoot if you don't harp boont (locals may embarrass you or laugh if you don't speak Boontling).

After a hour long drive we stopped at a Shell gas station - now the car must need some gasoline. Parama decided to drive the rest of the journey. I switched my place with Debjani. We wanted to have some coffee at Starbucks. The GPS took us a nearby coffee shop, but it was already closed, might be because of the long weekend. So we started going back home directly without any further break. 

The rest of the journey was uneventful and peaceful, only near Golden Gate bridge US-101 became too much foggy and crowded. All the cars were galloping with 10 mile speed. After the toll gate, traffic was better. We took I-280-South since we needed a ride back to Cupertino.

Adi was crying a lot - I tried to pacify him with food and milk, but apparently he needed a diaper change which we figured out later after reaching home.


E p i l o g u e
The journey finally came to the end around 11:15 PM. It was quite fun, refreshing and enjoyable tour - irrespective of the fact that travelling with infant is never easy, in any country, any time!

Photo links of this tour:
Google Plus Link
Picasa Web Link
(both contains same set of photos...)

Car Journey in Night - Highway 20
Kuntal ©2012